বঙ্গ সফরে বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Written by SNS March 28, 2023 2:26 pm

কলকাতা,২৮ মার্চ — প্রথমবার বঙ্গ সফরে এসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ রাজ্যে ওনার দ্বিতীয়দিন।দু’দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।প্রথমদিনই তাঁকে নাগরিক সম্বর্ধনা জানানো হয়।গতকাল এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু।

দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।দিনের শুরুতেই রাজভবন থেকে বেরিয়ে তিনি বেলুড় মঠ পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।এদিন  রাষ্ট্রপতিকে বেলুড় মঠে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ।

এদিন উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায়, জেলাশাসক ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার।

বেলুড় ম্যাথ পরিদর্শনের পর তিনি রেসকোর্সে ফিরে যাবেন।সেখান থেকে হেলিকপ্টারে চেপে যাবেন শান্তিনিকেতনে।

রাষ্ট্রপতির সফর ঘিরে একগুচ্ছ বন্দোবস্ত রাখা হয়েছে কলকাতা ও সিটি পুলিশের তরফ থেকে।মঙ্গলবার সকাল থেকেই একাধিক রাস্তার ট্রাফিকে পরিবর্তন এনেছে লালাবাজার। 

দুপুরে শান্তিনিকেতনে পৌঁছনোর কথা রাষ্ট্রপতির। মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।