জম্মুতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিএসএফ-এর উপর হামলা পাকিস্তানের, নিহত ১ জওয়ান কাশ্মীরে নিহত জঙ্গি কমান্ডার

Written by SNS November 9, 2023 4:36 pm

শ্রীনগর, ৯ নভেম্বর – যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চৌকির উপর ফের হামলা চালাল পাকিস্তান৷ সাম্বা জেলার রামগড় সেক্টরে বুধবার রাত থেকে টানা পাক বাহিনীর গুলিতে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন৷ পরে তাঁর মৃতু্য হয়৷ অন্য দিকে, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোরে সোপিয়ান জেলায় নিহত হয়েছেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের দলছুট গোষ্ঠী ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর এক কমান্ডার৷ নিহত মাইসের আহমেদ দার একাধিক নাশকতার মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ৷
বিএসএফের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “৮-৯ নভেম্বরের মধ্য রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ানরা৷ তাঁরা নিয়মমাফিক টহল দিচ্ছিলেন৷ আচমকা পাক রেঞ্জার্সরা গুলি চালায়৷ পাক সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন৷ পাকিস্তানের গুলির পাল্টা জবাব দেওয়া হয় ভারতের তরফেও৷”
জানা গিয়েছে, আহত ওই বিএসএফ জওয়ানকে রাত একটা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল ছিল৷ পরে জানা যায়, ওই জওয়ানের মৃতু্য হয়৷

এদিকে সূত্র মারফত খবর পেয়ে কাথোয়ালেন গ্রামে বুধবার গভীর রাতে হানা দেয় যৌথ বাহিনী৷ তল্লাশি অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে মৃতু্য হয় দারের৷ তাঁর কয়েক জন সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ তাঁদের সন্ধানে আশপাশের জঙ্গল এবং পাহাড় ঘেরা এলাকাগুলিতে চিরুনিতল্লাশি শুরু হয়েছে৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়৷ পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও হামলায় অংশ নিয়েছিল বলে বিএসএফের একটি সূত্রের খবর৷ বিএসএফের তরফেও পাক গুলির ‘জবাব’ দেওয়া হয়৷ শীত পড়ার আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের সুযোগ করে দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে৷

এদিকে, পাক সেনার আচমকা গুলি চালানোয় রামগড় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ তারা তডি়ঘডি় সেনা বাঙ্কারে আশ্রয় নেন৷

প্রসঙ্গত, বিগত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাল৷ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি স্বাক্ষর হয়েছিল৷
এর আগে, গত ২৮ অক্টোবরও পাকিস্তান সেনা ভারতের দিকে গুলি চালায়৷ টানা সাত ঘণ্টা ধরে ভারী গোলা-গুলি বর্ষণ হয়৷ সংঘর্ষে ও মর্টারের আঘাতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন৷