কৃষকদের উপহার এবার বছরে ৮,০০০ টাকা, সিদ্ধান্তের পথে কেন্দ্র- রিপোর্ট

Written by Sunita Das October 11, 2023 5:02 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

দিল্লি, ১১ অক্টোবর– লোকসভা ভোটের আগে দেশের কৃষকদের জন্য বড় উপহারের ঘোষণা নরেন্দ্র মোদি সরকার৷ রিপোর্ট অনুযায়ী, কৃষকদের বছরে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সেটা ৩৩ শতাংশের মতো বাড়ানোর জন্য আলোচনা চলছে৷ সেক্ষেত্রে তাঁরা এবার ৬০০০ নয় পাবেন ৮০০০ টাকা ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার আওতায় প্রত্যেক কৃষককে বছরে ৬,০০০ টাকা দেয় কেন্দ্রীয় সরকার৷ এবার সেই অঙ্কটা বাডি়য়ে ৮,০০০ টাকা করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, আগামী বছর লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার টাকা বাড়ানো হতে পারে৷
সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত দুই আধিকারিক জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের বছরে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সেটা আরও ২,০০০ টাকা বাড়ানো হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে৷ অর্থাৎ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৮,০০০ টাকা পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ওই প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে যদি শেষপর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের ৮,০০০ টাকা দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বছরে বাড়তি ২০০ বিলিয়ন টাকা বেরিয়ে যাবে৷ এমনিতে চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার জন্য ৬০০ বিলিয়ন টাকা খরচ হবে বলে ধরা হয়েছে৷