ঝাড়খণ্ডে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষ নেতা মিথিলেশ সিংহ  

Written by SNS February 11, 2023 5:52 pm
রাঁচি ,১১ ফেব্রুয়ারি — পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেতা কমান্ডার মিথিলেশ সিংহ ওরফে দুর্যোধন মাহাতো। দক্ষিণ ছোটনাগপুরের ইনস্পেক্টর জেনারেল এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে শুক্রবার আত্মসমর্পণ করেন মিথিলেশ সিংহ। তাঁর বিরুদ্ধে মোট মামলার সংখ্যা  ১০৪.  তার মধ্যে বোকারো জেলাতেই রয়েছে ৫৮টি, হাজারিবাগে ২৬টি। এছাড়া গিরিডিতে ৫টি, সরাইকেলায় ৪টি,  পশ্চিম সিংভূমে ২টি এবং ধানবাদে ১টি মামলা রয়েছে। এর মধ্যে মিথিলেশের বিরুদ্ধে ৬টি খুনের মামলা রয়েছে বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর। মিথিলেশের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা। আত্মসমর্পণের পর মিথিলেশ জানান, মাওবাদীদের সংগঠনের মধ্যে শোষণের কারণেই তিনি দল থেকে বেরিয়ে এসেছেন ।
ঝাড়খণ্ড পুলিশের দাবি, গত ৩ বছর ধরে অভিযান চালিয়ে এক হাজারেরও বেশি মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের পাশাপাশি আত্মসমর্পণের জন্য প্রচার চালানো হচ্ছে। সেই প্রচারে সাড়া দিয়ে এখনও পর্যন্ত ৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন বলেও পুলিশের দাবি।