• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কপিল শর্মার ‘জুইগাটো’ কেরালা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে

মুম্বই, ৯ ডিসেম্বর–নন্দিতা দাস পরিচালিত কপিল শর্মা এবং শাহানা গোস্বামী অভিনীত ‘জুইগাটো’ কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যালিডোস্কোপ বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।নির্মাতারা বৃহস্পতিবার একথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। ছবিতে কপিল শর্মাকে একজন হোম ডেলিভারি বয়-এর ভূমিকায় দেখা যাবে। বিনোদনের জগত সত্যিই একটি অদ্ভুত জায়গা।কৌতুক অভিনেতা কপিল শর্মা যিনি টেলিভিশনে দর্শকদের হাসির স্বাস্থ্যকর ডোজ পরিবেশন করার

মুম্বই, ৯ ডিসেম্বর–নন্দিতা দাস পরিচালিত কপিল শর্মা এবং শাহানা গোস্বামী অভিনীত ‘জুইগাটো’ কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যালিডোস্কোপ বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।নির্মাতারা বৃহস্পতিবার একথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। ছবিতে কপিল শর্মাকে একজন হোম ডেলিভারি বয়-এর ভূমিকায় দেখা যাবে। বিনোদনের জগত সত্যিই একটি অদ্ভুত জায়গা।কৌতুক অভিনেতা কপিল শর্মা যিনি টেলিভিশনে দর্শকদের হাসির স্বাস্থ্যকর ডোজ পরিবেশন করার জন্য পরিচিত, তাবড় তাবড় পরিচালক-অভিনেতা আসেন তাঁর শোয়ে ছবির প্রমোশনের জন্য।এবার তিনি তাঁর চলচ্চিত্র ‘জুইগাটো’কে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফকে)এ নিয়ে যেতে প্রস্তুত। এবছর আইএফএফকে ২৭ তম বছরে পদার্পণ করল। কপিল শর্মা অভিনীত ছবিটি এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

আইএফএফকে-তে ১০ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর স্ক্রিনিং হবে।

Advertisement

Advertisement