• facebook
  • twitter
Friday, 13 December, 2024

এবার অসুস্থ অবস্থায় ট্রাভেল করলে রেলের টিকিটে ছাড় পাওয়া যাবে!

কলকাতা:- ভারতীয় রেলে যাত্রার সময়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে রেল। ভারতীয় রেলে প্রত্যেকদিনই অনেক মানুষ যাতায়াত করেন।  কোনও ট্রেনে খাওয়া-দাওয়ার সুবিধা, বন্দে ভারতের মতো ট্রেনে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। তবে টিকিটের উপর প্রবীণ যাত্রীরা কবে ছাড় পাবেন তা এখনও স্পষ্ট নয়। প্রবীণরা টিকিটে ছাড় পাচ্ছেন না! কিন্তু অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করছেন ? সূত্রের

কলকাতা:- ভারতীয় রেলে যাত্রার সময়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে রেল। ভারতীয় রেলে প্রত্যেকদিনই অনেক মানুষ যাতায়াত করেন।  কোনও ট্রেনে খাওয়া-দাওয়ার সুবিধা, বন্দে ভারতের মতো ট্রেনে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। তবে টিকিটের উপর প্রবীণ যাত্রীরা কবে ছাড় পাবেন তা এখনও স্পষ্ট নয়। প্রবীণরা টিকিটে ছাড় পাচ্ছেন না! কিন্তু অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করছেন ? সূত্রের খবর, রেল বলছে অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। এক্ষেত্রে রোগ কি সেটি জানাতে হবে ভারতীয় রেলকে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত রেলের টিকিটে ছাড় দেওয়া হয়। ক্যান্সার রোগী এবং সঙ্গে থাকা একজন টিকিটে ছাড় পাবেন। স্লিপার এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ ছাড় দেওয়া হয়। ফাস্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। অ্যাটেনডেন্ট স্লিপার এবং AC-3 টায়ারে একই ভাবে ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। হার্ট সার্জারি বা ডায়লেসিস করতে যদি ট্রেনে কোথাও যেতে হয় তাহলে ভাড়াতে ছাড় দেওয়া হয়। অপারেশন কিংবা ডায়লেসিস করাতে ট্রেনে যাত্রা করেন তাহলেও টিকিটে ছাড় দেয় রেলওয়ে। রেল সূত্রে খবর, সেকেন্ড ক্লাস, স্লিকার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে ছাড় দেওয়া হয়। ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়। টিভি রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন এমন রোগীরাও ছাড় পান। এমনকি তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন। সেকেন্ড, স্পিলার এবং ফার্স্ট ক্লাসে ৭৫ শতাংশ পর্যন্ত রেলওয়ে টিকিটে ছাড় দিয়ে থাকে। তবে সংশ্লিষ্ট যাত্রী যে অসুস্থ সেই সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হবে। ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন জমা দিতে বলতে পারে রেল। প্রয়োজনে রেলের চিকিৎসক আপনাকে পরীক্ষাও করতে পারে। করোনার পর থেকে প্রবীণ মানুষদের টিকিটে ছাড় রেল তুলে দিয়েছে। তবে সেই ছাড় আবার কবে চালু হবে তা স্পষ্ট নয়। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈস্নব।