কাশ্মীরে পহেলগাম হত্যাকাণ্ডের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি লাগাতার পাকিস্তানের হামলার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। সেনা জওয়ানদের বীরগাথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তাঁদের কুর্নিশ জানিয়েছে গোটা দেশবাসী। পূর্ব রেলের পক্ষ থেকেও তাঁদের সম্মান জানানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে ভিডিও ওয়াল-এর মাধ্যমে দেশাত্মবোধক ভিডিও প্রদর্শন করে মাতৃভূমি রক্ষায় নিবেদিত ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি, জাতীয়তাবাদের অনুভূতি জাগিয়ে তোলার জন্য বিভিন্ন ঘটনা ভিডিও-র মাধ্যমে দেখানো হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই পরাক্রম উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন স্টেশন এবং অফিস ভবন ত্রিবর্ণরঞ্জিত রঙে আলোকিত করা হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন স্টেশন এবং অফিস ভবনে জাতীয় পতাকার রঙের ছোঁয়া দেশবাসীর মধ্যে দেশপ্রেমের অনুভূতিকে আরও প্রগাঢ় করবে বলে মনে করা হচ্ছে।