দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

Written by SNS April 14, 2023 2:35 pm

কলকাতা,১৪ এপ্রিল — তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গরমে ঝলসানো রুটির মতো অবস্থা বাংলার মানুষের। দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে।তাই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।  

এমনিতেই সকাল বেলা ১১ টা থেকেই লু বইছে ।কলকাতার তাপমাত্রা ৪০ডিগ্রি।যা স্বাভাবিকের থেকে বেশি। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। রেকর্ড গরম পানাগড়ে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা, ৪২.২ ডিগ্রি।উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদাতে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।