• facebook
  • twitter
Friday, 13 September, 2024

মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া।

ভারত:- মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। সোমবারই আইপিএল কমিটির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল পুরানো দল মু্ম্বইতেই ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। সূত্রের খবর, গতকাল গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই।  সোমবারের পর সরকারিভাবে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২১সাল পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন

ভারত:- মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। সোমবারই আইপিএল কমিটির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল পুরানো দল মু্ম্বইতেই ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। সূত্রের খবর, গতকাল গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই।  সোমবারের পর সরকারিভাবে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২১সাল পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। জানা গিয়েছে, প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। বিগত কয়েকদিন ধরেই পাণ্ডিয়ার দলবদল নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। কিন্তু রবিবার দল ঘোষণার সময় বড় চমক দেয় গুজরাত। দেখা যায় সেখানে নাম রয়েছে হার্দিকের। ১২ই ডিসেম্বর পর্যন্ত দলবদল করতে পারবেন ক্রিকেটাররা। সূত্রের খবর, পাণ্ডিয়াকে দলে নিতে গুজরাতের খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। সেই টাকা ফিরিয়ে দিয়ে মুম্বই আবার তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে বলে সূত্রের খবর। মুম্বই দলে ফিরে আসার পরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাণ্ডিয়া। নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন হার্দিক। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর আইপিএল কেরিয়ারের একেবারে প্রথম দিকের দৃশ্যে। যেখানে নিলামে মুম্বই তাঁকে দলে নিয়েছিল। তার পর সাতটা মরসুম দাপিয়ে খেলেছেন। ট্রফি জিতেছেন একাধিকবার।