ট্রেনের আসল আগুন জানাতেই ‘গোধরা’   

Written by SNS May 30, 2023 4:40 pm

মুম্বই, ৩০ মে– বলিউড যেন এবার যুদ্ধের ময়দান। পরপর সিনেমা নিয়ে হৈচৈয়ের শেষ নেই। প্রথমে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ তারপরই বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। যে বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অশান্তি যে থেমে গেছে তা অবশ্য এখনও বলা যাবে না। আর এর মাঝেই আরেক বিতর্কিত বিষয় নিয়ে হাজির পরিচালক এম কে শিবাক্ষ। এবার ২০০২ সালের  গোধরা ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা সেই প্রশ্ন নিয়ে বলি পর্দায়। গোধরা কাণ্ডের নেপথ্য়ের গল্প নিয়ে হাজির এই পরিচালক। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। 

‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মুক্তি পাওয়ার পর অনেকেই এই দুই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা ছবির তকমা দিয়েছেন। সেই সূত্র ধরেই সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন, ”আমার এই ছবি একেবারেই প্রোপাগান্ডামূলক ছবি নয়। ফিকশনও নয়। গোধরা কাণ্ড নিয়ে নানাবতী-শাহ মেহেতা কমিশনের থেকে পাওয়া তথ্যর উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হয়েছে।”পরিচালক আরও জানান, ”এই ছবি দুম করে তৈরি করা হচ্ছে না। গত পাঁচবছর ধরে গবেষণা করার পরই ছবিটা তৈরি হয়েছে।’