মার্চের পর জুন। পর পর দুইবার বালোচিস্তানের কাছে জাফর এক্সপ্রেসকে টার্গেট করা হল। বুধবার কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে রেললাইনের পাশে একটি বোমা বিস্ফোরণ হয়। এর জেরে লাইচ্যুত হয়ে যায় ট্রেনের ৬টি বগি। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের পরে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
আধিকারিকদের অনুমান, রেললাইনের পাশে আইইডি রাখা ছিল। তাতে বিস্ফোরণ ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যাত্রীদের নিরাপদের ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার রেলপথে প্রায় ১৬০০ কিলোমিটার। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস প্রতিদিনই যাতায়াত করে। ট্রেনটিতে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে প্রায় ৩০ ঘণ্টা।
গত মার্চ মাসেও জাফর এক্সপ্রেসে হামলা হয়েছিল। কোয়েটার কাছে গোটা ট্রেনটি হাইজ্যাক করে নিয়েছিল বালোচিস্তান লিবারেশন আর্মি। ট্রেনে তখন ছিলেন ৪০০ জনের বেশি যাত্রী। তাঁদের মধ্যে পাক সেনাবাহিনীর কর্মীরাও ছিলেন। পরে পাকিস্তানের সেনাবাহিনী ট্রেনটি বালোচ বিদ্রোহীমুক্ত করে। এই ঘটনায় ৬৪ জন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন ৩৩ জন বালোচ বিদ্রোহী ছিলেন।