চেন্নাই, ২৬ আগস্ট – ট্রেনের কামরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মৃত্যু হল ১০ জনের, আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রী ভর্তি এই ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। রেল বিবৃতিতে স্বীকার করা হয়েছে , ওই কামরায় বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। বালাসোর ট্রেন দুর্ঘটনার পর আবার এভাবে ট্রেন দুৰ্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটায় ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



