• facebook
  • twitter
Friday, 13 September, 2024

২০০ কোটি গেলেও এল মাত্র ১০ কোটি!

মুম্বই: সময়টা খুব একাটা ভালো যাচ্ছে না টাইগ্রর শ্রফের৷ গত বছর ‘হিরোপন্তি ২’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি৷ তেইশে ‘গণপত’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি৷ বক্স অফিসে একেবারে ভরাডুবি৷ ২০০ কোটি বাজেটের এই ছবি ঘরে লভ্যাংশ তোলা তো দূর অস্ত! নিদেনপক্ষে আয় করতেও ব্যর্থ৷ অথচ ঝা চকচকে স্টার কাস্ট! টাইগার শ্রফ, কৃতী স্যাননের পাশাপাশি অমিতাভ

মুম্বই: সময়টা খুব একাটা ভালো যাচ্ছে না টাইগ্রর শ্রফের৷ গত বছর ‘হিরোপন্তি ২’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি৷ তেইশে ‘গণপত’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি৷ বক্স অফিসে একেবারে ভরাডুবি৷ ২০০ কোটি বাজেটের এই ছবি ঘরে লভ্যাংশ তোলা তো দূর অস্ত! নিদেনপক্ষে আয় করতেও ব্যর্থ৷ অথচ ঝা চকচকে স্টার কাস্ট! টাইগার শ্রফ, কৃতী স্যাননের পাশাপাশি অমিতাভ বচ্চনও রয়েছেন৷ গত শুক্রবার ধীর গতিতেই ওপেনিং হয়েছিল৷ ‘গণপত’-এর পয়লা দিনের আয় মোটে ২.৫০ কোটি টাকা৷ যা কিনা এখনও পর্যন্ত টাইগারের ফিল্মি কেরিয়ারে সবথেকে কম ওপেনিং কালেকশন৷ রিলিজের পর থেকেই প্রতিদিন গড় আয়ের হিসেব থাকছে ১ কোটি থেকে ২.৫ কোটি টাকার মধ্যে৷ বুধবার ‘গণপত’-এর কামাই মোটে ১.১০ কোটি টাকা৷ সবমিলিয়ে ভারতে মোট ১০.৯০ কোটি টাকা আয় করতে পেরেছে টাইগার শ্রফের ছবি৷ প্রসঙ্গত, ডেবিউ ফিল্মের হিরোইন কৃতী স্যাননের ২০১৪ সালে হিরোপন্তি দিয়েই বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ৷ ৯ বছর পর সেই জুটি পর্দায় ফিরলেও বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারল না!