• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফাইনালে রেকর্ড আয় বিসিসিআইয়ের

শুধুমাত্র এই ফাইনাল ম্যাচ থেকেই রেকর্ড ১৮৫ কোটি টাকা লাভ করেছে বিসিসিআই। সেটাও আবার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে।

প্রতীকী চিত্র

মঙ্গলবার শেষ হল চলতি বছরের আইপিএল। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর আইপিএলের ১৮তম মরশুমে অবশেষে ট্রফি জয়ের স্বাদ পেলেন বিরাট কোহলি ও তার দল আরসিবি। পাশাপাশি, এই আইপিএল ফাইনালে এক অসাধারণ রেকর্ডের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। আসলে, এবারের আইপিএল ফাইনাল হলো বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামি ম্যাচ।

জানা যাচ্ছে, শুধুমাত্র এই ফাইনাল ম্যাচ থেকেই রেকর্ড ১৮৫ কোটি টাকা লাভ করেছে বিসিসিআই। সেটাও আবার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। যার মধ্যে শুধু টিকিট বিক্রি থেকেই বোর্ডের লাভ হয়েছে ২৫-৩০ কোটি টাকা। আসলে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে প্রায় ১,৩০,০০০। সেখানে এবারের ফাইনালে প্রায় ১,১৪,০০০ দর্শক মাঠে বসে ম্যাচ দেখেছেন। মেগা এই ফাইনালের জন্য টিকিটের দাম ন্যূনতম ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছিল।

Advertisement

অন্যদিকে, ফাইনালের জন্য বিজ্ঞাপনের স্লটও বিক্রি হয়েছে চড়া দামে। যার ফলে, বিজ্ঞাপন থেকেই উঠেছে প্রায় ১০০-১২৫ কোটি টাকা। যা রেকর্ড। কারণ, এর আগে কোনও লিগ বা ম্যাচে এত টাকা বিজ্ঞাপন থেকে রোজগার হয়নি। তবে, শুধুমাত্র ফাইনালেই নয় গোটা টুর্নামেন্ট জুড়েই বিজ্ঞাপনের ক্ষেত্রে এক নতুন রেকর্ড তৈরি করেছে এবারের আইপিএল। জানা যাচ্ছে, এবারের আইপিএল থেকে বিজ্ঞাপন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা রোজগার করেছে বিসিসিআই, যা নতুন এক রেকর্ড তৈরি করেছে। সবমিলিয়ে, সদ্য শেষ হওয়া আইপিএল থেকে বেশ বড়ো অঙ্কের মুনাফা লাভ হয়েছে বিসিসিআইয়ের, তা বলাই বাহুল্য।

Advertisement

Advertisement