• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সহপাঠীর সিগারেট খাওয়া দেখে ফেলে প্রাণ দিতে হল অষ্টম শ্রেণির ছাত্রকে 

দিল্লি, ২৯ এপ্রিল– সহপাঠীর সিগারেট খাওয়া দেখে ফেলার দাম চোকাতে হল ১২ বছরের কিশোরকে। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার কথা বলতেই দুই ছাত্র মিলে খুন করল বন্ধুকে। তারপর দেহ ফেলে দিল নর্দমায়। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিল্লির বদরপুর এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮.২০ নাগাদ থানায় একটি ফোন আসে। জানানো হয়,

দিল্লি, ২৯ এপ্রিল– সহপাঠীর সিগারেট খাওয়া দেখে ফেলার দাম চোকাতে হল ১২ বছরের কিশোরকে। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার কথা বলতেই দুই ছাত্র মিলে খুন করল বন্ধুকে। তারপর দেহ ফেলে দিল নর্দমায়।

হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিল্লির বদরপুর এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮.২০ নাগাদ থানায় একটি ফোন আসে। জানানো হয়, এলাকার একটি নর্দমায় এক কিশোরের দেহ ভাসতে দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Advertisement

ঘটনার তদন্ত নেমে ওই স্কুলের একই ক্লাসের পড়ুয়া দুই ছাত্রকে আটক করে পুলিশ। জেরায় সহপাঠীকে খুন করার কথা স্বীকার করে তারা।

Advertisement

তারা আরও জানিয়েছে, স্কুলের ভিতরেই তাদের ধূমপান করতে দেখে ফেলেছিল ওই কিশোর। কর্তৃপক্ষকে বলে দেবে বলেও হুমকি দিয়েছিল সে। এরপরেই তারা ওই কিশোরকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে এবং তারপর খুন করে নর্দমায় দেহটি ফেলে দেয়।

Advertisement