• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

হায়দরাবাদে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারল দশম শ্রেণীর ছাত্ররা

স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশ মারধর বলে অভিযোগ

হায়দরাবাদের একটি সরকারি স্কুলে এক পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে উঁচু ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে মারধরের নির্দেশ দেন স্কুলের প্রধান শিক্ষক। সেই নির্দেশমতো এই পড়ুয়াকে মারধর করে দশম শ্রেণির পড়ুয়ারা। 

অভিযুক্ত পড়ুয়াদের পাশাপাশি স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা। জানা গিয়েছে, অভিযুক্ত প্রধানশিক্ষক মণ্ডল শিক্ষা আধিকারিকের দায়িত্বে রয়েছেন। তাঁর কাজই হল  ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করা।

Advertisement

জানা গিয়েছে, স্কুলে সাইকেলের যন্ত্রপাতি চুরিকে কেন্দ্র করে গণ্ডগোল বাধে। গত সোমবার মধু নামে এক শিক্ষক সপ্তম শ্রেণির পড়ুয়া ফণীন্দ্র সূর্যকে স্কুলের সাইকেল স্ট্যান্ডে গিয়ে নজর রাখতে বলেন। শিক্ষকের নির্দেশ মতো ফণীন্দ্র সাইকেল স্ট্যান্ডে যায়। সেই সময় অন্য এক শিক্ষক সাইকেল স্ট্যান্ডের সামনে ফণীন্দ্রকে ঘুরতে দেখে তাকে প্রধানশিক্ষকের ঘরে নিয়ে যান।
 
অভিযোগ, প্রধানশিক্ষক বিষয়টি সম্পর্কে না জেনেই ফণীন্দ্রকে সাইকেলের যন্ত্রপাতি চুরির ঘটনার জন্য দায়ী করেন। এরপর তিনি দশম শ্রেণির কয়েক জন পড়ুয়াকে ফণীন্দ্রকে মারধর করতে বলেন বলে অভিযোগ। ফণীন্দ্রর ওপর এরপর চড়াও হয় দশম শ্রেণির পড়ুয়ারা। লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। 
 
বাড়িতে ফিরে বাবা-মাকে গোটা ঘটনার কথা জানায় ফণীন্দ্র। তার পিঠে মারধরের দাগ দেখে অভিভাবকেরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। প্রধানশিক্ষক এবং দশম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন  ফণীন্দ্রের বাবা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

Advertisement