• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

আগামী ২৬ মে জয়েন্টের ফল , টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 

কলকাতা , ২৪ মে – মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর এবার  প্রকাশিত হতে চলেছে রাজ্যের ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার টুইটারে জানিয়েছেন আগামী ২৬ মে, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জীবন্ত এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে। টুইটারে ব্রাত্য লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময়

কলকাতা , ২৪ মে – মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর এবার  প্রকাশিত হতে চলেছে রাজ্যের ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার টুইটারে জানিয়েছেন আগামী ২৬ মে, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জীবন্ত এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।

টুইটারে ব্রাত্য লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। এবার  প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন। তারা তাঁদের র‌্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’’
জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর, তাদের সরকারি ওয়েবসাইট wbjeeb.nic.in-তে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল রাজ্যে। অর্থাৎ প্রায় এক মাসের মাথায় জৈন্তের ফল প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 

Advertisement

Advertisement