বাড়িতে বসে ট্যাক্স  জমা দেয়ার জন্য চালু হলো ই-পেমেন্টের অপশন

Written by SNS September 7, 2022 5:39 pm

 উত্তরবঙ্গ,৭ সেপ্টেম্বর — অনলাইনেই বাড়িতে বসে ট্যাক্স, ভাড়া জমা সহ একাধিক সুবিধা নিতে পারবেন উত্তরবঙ্গের মানুষ।এবার ট্যাক্স দিতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না শিলিগুড়ি ও জলপাইগুড়ি মানুষ ।কাজে স্বচ্ছতা আনতে ডিজিটালাইজিড করা হল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পরিষেবাকে। সেখানে ই-পেমেন্টের অপশন চালু করা হয়েছে। তাতে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করছেন  কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ মানুষ ওই পোর্টাল থেকে কর্তৃপক্ষের সমস্ত কর্মকাণ্ডের কথা জানতে পারবেন।