চিকেন ব্রেড রোল 

Written by SNS March 20, 2023 6:37 pm

উপকরণ — হাড় ছাড়া মুরগির বুকের মাংস ১ কাপ, সেদ্ধ আলু ২ কাপ, পাউরুটি ২পিস, কাঁচা মরিচ মিহি কুচি ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ,চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, অরিগেনো আধা টেবিল চামচ, ডিম ১টি ফেটিয়ে নিতে হবে, প্লেটে পরিমাণমতো ব্রেড ক্রামস নিতে হবে

পদ্ধতি– আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর পাউরুটি জলেতে ভিজিয়ে হাত দিয়ে চেপে নিন। পাউরুটির জল ফেলে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।মাংস সামান্য আদা রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হলে মাংস ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংস একদম ঝুরঝুরে করে নিতে হবে।এরপর হাতে সামান্য তেল মাখিয়ে মাংসের মিশ্রণ থেকে পরিমাণমতো মাংস নিয়ে রোল তৈরি করে নিন।এবার একটি একটি করে রোলগুলো প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলুন। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন ব্রেড রেল।