শ্রীনগরের নামি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Written by Sunita Das December 6, 2023 4:01 pm

শ্রীনগর, ৬ ডিসেম্বর– জম্মু স্থিত দেশের নামকরা একটি স্কুলে বোমাতঙ্ক৷ বুধবার সকালে, জম্মুর এই শীর্ষ স্থানীয় স্কুলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বলে, ‘স্কুলে বোমা রাখা আছে’৷ বলেই ফোনটি কেটে দেয়৷ ফোনটি পাওয়ার পরই তীব্র আতঙ্ক ছডি়য়ে পড়ে ওই স্কুলে৷ স্কুল চলাকালীন এই ফোন আসায় সে সময় গোটা স্কুল ছাত্র-ছাত্রী ও শিক্ষরা উপস্থিত ছিলেন৷ ফোনটি পাওয়া মাত্র স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বের করে দেওয়া হয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড এবং সেনা ও পুলিশের বাহিনী৷ স্কুলের ভিতর ও বাইরের প্রাঙ্গন জুডে় তল্লাশি চালানো হয়৷ যে ফোন নম্বর থেকে এই হুমকি ফোনকল এসেছে, সেই নম্বরটির সূত্র ধরেও তদন্ত শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ৷ উল্লেখ্য, মাত্র দিন পাঁচেক আগেই, বেঙ্গালুরুর প্রায় ৫৫টি স্কুলে একসঙ্গে ই-মেইলে বোমা হুমকি দেওয়া হয়েছিল৷ তবে, কোনও স্কুলেই কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি৷ এই ক্ষেত্রেও হুমকিটি ভুয়ো বলেই পরে জানা যায়৷ তবে, জায়গাটি জম্মু ও কাশ্মীর হওয়াতেই, ঝুঁকি অনেক বেশি৷
প্রায় গোটা দিনই স্কুলে তল্লাশি চালানো হয়৷ খুঁজে দেখা হয় স্কুলের আশে-পাশের গোটা এলাকাও৷ কিন্তু কোনও বোমা বা সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর৷