যদিও বিজেপির আবির খেলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। বিজেপি এ রকম অনেক সার্কাস করবে। আমরা মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। তার জবাব নির্বাচনে বিজেপি পেয়ে যাবে।’’
|
ReplyForward
|
Advertisement
Advertisement



