কলকাতা,৫ মার্চ — অ্যাডিনোর দাপট ক্রমস বেড়েই চলেছে রাজ্যে । ছোট ছোট শিশুদের জন্য প্রাণের ঝুঁকি বাড়ছে । প্রতিনিয়ত অ্যাডিনো তে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ঘটছে । সম্প্রতি জানা গেলো বি সি রায় হাসপাতালে ফের ২ শিশুর মৃত্যু ঘটনা। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া ২ শিশুর মৃত্যু। মঙ্গলবার জ্বর, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় বনগাঁর ৪ মাসের শিশুপুত্র। রাখা হয়েছিল ভেন্টিলেশনে, আজ ভোররাতে মৃত্যু আরমান গাজির। প্রাণ গেল মেটিয়াবুরুজের ১ বছর ৭ মাসের শিশুকন্যার। ৮ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় মেটিয়াবুরুজের আতিফা খাতুনের। ভর্তি ছিল এইচডিইউ-তে, আজ ভোরে মৃত্যু। এইভাবে ছোট ছোট শিশুদের মৃত্যু প্রচন্ড বেদনাদায়ক।
চিকিৎসকের পরামর্শ শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের। সামান্য জর, সর্দি কাশি হলেই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার। শিশু মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্যমহলে ।
Advertisement
Advertisement
Advertisement



