দীপাবলি নিয়ে এল অন্ধকার! কোল খালি হল মায়ের। মাছ ধরতে গিয়ে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে গেল শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার রুহা ঘাটে। শিশুর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, রুহা গ্রামে ময়ূরাক্ষী নদীর কংক্রিটের সেতু নেই। বাঁশের সাঁকোর উপরে দাঁড়িয়ে মাছ ধরছিল ৭ বছরের সূর্য মাঝি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অমনোযোগী হওয়ায় পা পিছলে নদীতে পড়ে যায় সে। স্থানীয় এক বাসিন্দা গনা বাগদী জানান, বাচ্চা ছেলেটি খেলার ছলে ছিপ নিয়ে সাঁকোর উপরে দাঁড়িয়ে মাছ ধরছিল। খেলতে গিয়েই জলে পড়ে যায়। তার পরে আর কোনও হদিস পাওয়া যায়নি। ঘটনার জেরে শোকের ছোঁয়া স্থানীয় এলাকায়। নিখোঁজ শিশুকে উদ্ধারে নেমেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। যদিও এখনও তার খোঁজ মেলেনি। নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে শিশুটির পরিজন এবং প্রতিবেশীরা।
Advertisement
Advertisement
Advertisement



