• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দাদা’-র ভূমিকায় সেলুলয়েডের পর্দায় আয়ুষ্মান খুরানা ! 

মুম্বাই, ৩০ মে – অনেকদিন ধরেই জল্পনা চলছিল সৌরভের ভূমিকায় সেলুলয়েডের পর্দায় কাকে দেখা  যাবে। আপাতত সব জল্পনার অবসান ঘটিয়ে উঠে আসছে পাঞ্জাবি অভিনেতার নাম।  তিনিই নাকি সৌরভের হয়ে সেলুলয়েডের  পর্দায় ২২ গজে নামতে চলেছেন।  কয়েকমাস ধরে গুঞ্জন ছিল সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।  কিছুদিন আগেই নিজের ছবির প্রমোশনে শহরে এসেছিলেন তিনি।  সৌরভের সঙ্গে

মুম্বাই, ৩০ মে – অনেকদিন ধরেই জল্পনা চলছিল সৌরভের ভূমিকায় সেলুলয়েডের পর্দায় কাকে দেখা  যাবে। আপাতত সব জল্পনার অবসান ঘটিয়ে উঠে আসছে পাঞ্জাবি অভিনেতার নাম।  তিনিই নাকি সৌরভের হয়ে সেলুলয়েডের  পর্দায় ২২ গজে নামতে চলেছেন।  কয়েকমাস ধরে গুঞ্জন ছিল সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।  কিছুদিন আগেই নিজের ছবির প্রমোশনে শহরে এসেছিলেন তিনি।  সৌরভের সঙ্গে দেখাও করেছিলেন।  তবে সেই সময়ই রণবীর জানিয়ে দেন সৌরভের বায়োপিকে তিনি অভিনয় করছেন না।  শুরুতে কয়েকবার হৃতিকের নামও শোনা গেছে।  তবে এখন শোনা যাচ্ছে রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।  

জানা গেছে সৌরভ গাঙ্গুলি বাঁহাতি  প্লেয়ার হওয়ায় তাঁর চরিত্রে অভিনয়ের জন্য এমন একজনের প্রয়োজন ছিল যিনি বাঁ হাতে ব্যাট করতে পারবেন। রণবীর ব্যাট করেন দেন হাতে।   আয়ুষ্মান খুরানা বা হাতে ব্যাট করতে পারেন।  তাই সৌরভের চরিত্রে তাঁকেই বেশি গ্রহণযোগ্য মনে করেছেন ছবি নির্মাতারা . 
এই ছবিতে মহারাজের ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি জীবনের আরও নানা আকর্ষণীয় ঘটনা তুলে ধরা  হবে এই বায়োপিকে। দেখানো হবে সৌরভের জীবনের অনেক অজানা কাহিনী।   স্বাভাবিকভাবেই দাদার বায়োপিক নিয়ে উৎসাহের অন্ত নেই।  চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে।   ছবি পরিচালনার দায়িত্বে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। এখন শুধু বাকি আনুষ্ঠানিক নাম ঘোষণা।  আগ্রহ সহকারে সেইদিকেই তাকিয়ে দাদাপ্রেমীরা।     

Advertisement

Advertisement

Advertisement