• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

দ্বিতীয় বউ আসতেই মালাইকাকে রিজেক্ট

মুম্বই: সবে ঘরে এসেছে নতুন বউ৷ যদিও দ্বিতীয় পক্ষ৷ তবুও দবং ভাইজানের ছোট ভাই আরবাজের জীবন এখন অন্য খাতে বইছে৷ দিন কয়েক আগেই মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ খান৷ বিয়েতে হাজির ছিলেন তাঁর প্রথম পক্ষের ছেলে আরহান খানও৷ এ যাবৎ প্রথম স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্ক বেশ ভালই ছিল আরবাজের৷ কিন্ত্ত দ্বিতীয় বিয়ে হতেই

Malaika Arora

মুম্বই: সবে ঘরে এসেছে নতুন বউ৷ যদিও দ্বিতীয় পক্ষ৷ তবুও দবং ভাইজানের ছোট ভাই আরবাজের জীবন এখন অন্য খাতে বইছে৷ দিন কয়েক আগেই মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ খান৷ বিয়েতে হাজির ছিলেন তাঁর প্রথম পক্ষের ছেলে আরহান খানও৷ এ যাবৎ প্রথম স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্ক বেশ ভালই ছিল আরবাজের৷ কিন্ত্ত দ্বিতীয় বিয়ে হতেই নাকি ভোল পাল্টেছেন আরবাজ৷

মুম্বইয়ের প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য জানান দিচ্ছে, ইনস্টাগ্রামে মালাইকাকে আনফলো করে দিয়েছেন তিনি৷ তাঁর ‘ফলোইং’ তালিকায় উঁকি দিলেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মালাইকার নাম৷ তবে মালাইকাকে অনুসরণ না করলেও ছেলে আরহানকে কিন্ত্ত আজও ফলো করেন তাঁর বাবা৷

অন্যদিকে মালাইকা কিন্ত্ত তা করেননি৷ আজও তিনি ইনস্টাগ্রামে অনুসরণ করছেন প্রাক্তন স্বামীকে৷ এই খবর সামনে আসা মাত্রই বেজায় চটেছেন মালাইকার ভক্তরা৷ তাঁদের বক্তব্য, ‘এ তো রীতিমতো অপমান! তিক্ত সম্পর্ক ওঁদের মধ্যে ছিল না কোনওদিন৷ তাহলে বিয়ে করেই কেন বদলে গেলেন অভিনেতা?’ না, এর উত্তর মেলেনি আরবাজের তরফে৷ সম্পর্ক, সম্পর্কের সমীকরণ নিয়ে চুপ থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন তিনি৷