• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ডোন্ট পুশ মি’, জানালেন মালাইকা 

৫০ ছুঁইছুই হলেও মালাইকার রূপ-যৌবনে কুপোকাত আঠারোর নায়িকারাও। সেই লাস্যময়ী মালাইকাকে সামনে পেলে যে, অনুরাগীরা একবার ছুঁতে চাইবেন! তাই তো স্বাভাবিক। কিন্তু ছোঁয়ার নাম করে শেষমেশ ধাক্কা! সম্প্রতি দুবাইয়ে এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন মালাইকা। শো শেষে বাইরে বের হতেই গণ্ডগোল শুরু। সেলফি তোলার নাম করে মালাইকার কাছে আসতেই শুরু হল ধাক্কা ধাক্কি। শেষমেশ, আর

৫০ ছুঁইছুই হলেও মালাইকার রূপ-যৌবনে কুপোকাত আঠারোর নায়িকারাও। সেই লাস্যময়ী মালাইকাকে সামনে পেলে যে, অনুরাগীরা একবার ছুঁতে চাইবেন! তাই তো স্বাভাবিক। কিন্তু ছোঁয়ার নাম করে শেষমেশ ধাক্কা!

সম্প্রতি দুবাইয়ে এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন মালাইকা। শো শেষে বাইরে বের হতেই গণ্ডগোল শুরু। সেলফি তোলার নাম করে মালাইকার কাছে আসতেই শুরু হল ধাক্কা ধাক্কি। শেষমেশ, আর না পেরে মালাইকা রীতিমতো বিরক্ত হয়েই বলে ফেললেন প্লিজ ডোন্ট পুশ! অসুবিধা হচ্ছে তো! কিন্তু কে শোনে, কার কথা। ধাক্কা চলতেই লাগল। অবশেষে অনেক কষ্টে ভিড় কাটিয়ে মালাইকা গিয়ে উঠলেন গাড়িতে। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

এর আগে ক্যামেরার সামনে ছবি তোলার সময় হঠাৎই এক ব্যক্তি হাত দিয়ে ফেলেছিল মালাইকার ক্লিভেজে। সেই সময়ও নিজেকে সামলে নিয়েছিলেন মালাইকা। হাত দিয়ে ঢাকেন ক্লিভেজ। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।