• facebook
  • twitter
Friday, 4 October, 2024

‘কারো সাথে দেখলেই তার সাথে বিয়ে করতে হবে’: মলাইকা

মুম্বই: বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মলাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের টানাপোড়ন নিয়ে৷ বলা হচ্ছিল দু’জনের সম্পর্কে ঢুকে পড়েছেন কুশা কপিলা৷ যদিও এ নিয়ে অর্জুন-মলাইকা বা কুশা কেউই মুখ খুলতে চাননি৷ সম্প্রতি নিজের জন্মদিনে সেই প্রশ্নেই মুখ খুললেন মলাইকা৷ বললেন, ‘মিডিয়া আমাকে মানসিক নির্যাতন করে!’ জন্মদিনের উদযাপনের একাধিক ছবি সমাজিক মাধ্যমের পাতায়

Malaika Arora

মুম্বই: বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মলাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের টানাপোড়ন নিয়ে৷ বলা হচ্ছিল দু’জনের সম্পর্কে ঢুকে পড়েছেন কুশা কপিলা৷ যদিও এ নিয়ে অর্জুন-মলাইকা বা কুশা কেউই মুখ খুলতে চাননি৷
সম্প্রতি নিজের জন্মদিনে সেই প্রশ্নেই মুখ খুললেন মলাইকা৷ বললেন, ‘মিডিয়া আমাকে মানসিক নির্যাতন করে!’
জন্মদিনের উদযাপনের একাধিক ছবি সমাজিক মাধ্যমের পাতায় পোস্ট করেন মালাইকা৷ সেই ছবি জুড়ে রয়েছেন অর্জুন৷ মালাইকাকে ‘বেবি’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, ‘ইশকজাদে’ খ্যাত নায়ক৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশ্য মালাইকা এই ধোঁয়াশা পরিস্কার করেছেন৷ মালাইকা-অর্জুন সম্পর্ক কোন পর্যায়ে, ‘আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না৷ আমি এমন একটা সময়ে রয়েছি… আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না৷ আমার কোনও সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গিয়েছে৷’
অর্জুনের সাথে তবে কী সম্পর্ক এখন সমাপ্তির দিকে৷ এমন প্রশ্ন করতেই মালাইকা বলেন, ‘ডিভোর্সের পরে কী কোনো মেয়ে স্বাধীনভাবে চলতে পারবেনা? আমার ডিভোর্স হয়েছে অনেক বছর আগে৷ অথচ এরপর থেকেই আমাকে কখন জোড়া দেখা যাবে৷ কারো সাথে দেখলেই তার সাথে বিয়ে কবে হবে? কেন? এটা তো একধরনের মানসিক নির্যাতন, যা মিডিয়া আমাকে করে থাকে!’