• facebook
  • twitter
Monday, 21 April, 2025

সৌভিক দে-র ব্রহ্মার্জুন

ক্ষমতা দখলের লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন।

ফাইল চিত্র

ব্রহ্মার্জুন। মুক্তি পেলে সেই ছবির পোস্টার। ছবিতে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত সহ আরো অনেকে। দুই ভাইয়ের গল্প। নাচ গান এবং অ্যাকশনের মধ্যে দিয়েই ছবির গল্প বলেছেন পরিচালক।
ঝাড়খন্ডের দুটি জায়গা একটার নাম গালুড়ী আর একটি নাম শেখমুলুক। গালুড়ীর রাজত্ব চালায় নরেশ পাল ও তার দলবল আর শেখমুলুকের রাজত্ব চালায় আলম শেখ ও তার দলবল।

মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের বিশাল সাম্রাজ্য চলে, সঙ্গে ক্ষমতা দখলের লড়াই। এই ক্ষমতা দখলের লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। কিভাবে তারা দু’জন আলম শেখের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। তা নিয়ে আর কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে বলে আশা পরিচালকের।