পুনে, ৭ ডিসেম্বর – এক কিশোরের উপর অমানবিক অত্যাচারের জন্য মৃত্যু হল তার। পায়ুদ্বারের মধ্যে বাতাসের নল ঢুকিয়ে অত্যাচারের জেরে প্রাণ হারাল ওই কিশোর। মর্মান্তিক এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের পুণেতে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি ওই কিশোরকে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এক অভিযুক্তকে। মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, পুণেতে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই কিশোর। আত্মীয়ের অফিসে পৌঁছতেই তার সঙ্গে হাসি মশকরা করতে শুরু করে সেখানে উপস্থিত কর্মীরা। সেই সময়েই আচমকা কিশোরের পায়ুদ্বার দিয়ে হাওয়া ভরা একটি নল ঢুকিয়ে দেন এক ব্যক্তি। নিমেষের মধ্যে কিশোরের শরীরে বিপুল পরিমাণ বাতাস ঢুকে যাওয়ায় ওই কিশোর তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়ে। তবে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে খবর, নল ঢুকিয়ে দেওয়ার জেরে কিশোরটির পায়ুদ্বার ও অন্ত্রে গুরুতর আঘাত লাগে। সেই কারণেই তার মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



