• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু অখিল মিশ্রর

মুম্বই: প্রয়াত আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সহ-অভিনেতা অখিল মিশ্র । সেই ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। টেলিপর্দা থেকে সিনেপর্দায় অবাধ বিচরণ ছিল অখিলের। স্বল্প দৈর্ঘের হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে  দর্শকের মন কেড়েছেন তিনি। বৃহস্পতিবার সেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর খবরে তোলপাড় বলিউড। জানা গিয়েছে হায়দরাবাদে এক সিনেমার শুটিং করছিলেন অখিল

মুম্বই: প্রয়াত আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সহ-অভিনেতা অখিল মিশ্র । সেই ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। টেলিপর্দা থেকে সিনেপর্দায় অবাধ বিচরণ ছিল অখিলের। স্বল্প দৈর্ঘের হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে  দর্শকের মন কেড়েছেন তিনি। বৃহস্পতিবার সেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর খবরে তোলপাড় বলিউড।

জানা গিয়েছে হায়দরাবাদে এক সিনেমার শুটিং করছিলেন অখিল মিশ্র। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুলবিন্দর সিং মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইতিমধ্যেই। তিনি জানান, “উঁচু বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে অখিলের।”‘

প্রসঙ্গত, ‘ডন’, ‘গান্ধি মাই ফাদার’, ‘শিখর’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে অখিল মিশ্রকে। পাশাপাশি ‘উড়ান’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘হাতিম’, ‘সিআইডি’, ‘উত্তরণ’-এর মতো বহু ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ৫৮ বছর বয়সি অখিলের স্ত্রী সুজান বার্নেটও অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত বিনোদুনিয়ায়। ২০০৯ সালে জার্মান অভিনেত্রী সুজান বার্নেটকে বিয়ে করেন অখিল।