• facebook
  • twitter
Friday, 6 December, 2024

ফেল ‘ভোলা’, একসঙ্গে ৫টি অফিস কিনে ক্ষতি মেটালেন অজয় 

মুম্বই : বলিউডের তারকাদের সম্পত্তির অভাব নেই। শুধু দেশ নয় বিদেশেও অগাধ সম্পত্তির মালিক বলিউড তারকারা। বিভিন্ন সময় সঞ্চিত টাকা জমি-বাড়িতে বিনিয়োগ করে থাকেন। সম্প্রতি শাহরুখ খানের কন্যা সুহানা একটি কৃষিজমি কিনেছেন। এ ছাড়াও মাঝে মধ্যেই খবর পওয়া যায়, আলিয়া ভট্ট থেকে অক্ষয় কুমার— কেউ বাড়ি কিনে রাখেছেন, কেউ বা ভাড়া দিয়েছেন। কিন্তু ছবি মুখ

মুম্বই : বলিউডের তারকাদের সম্পত্তির অভাব নেই। শুধু দেশ নয় বিদেশেও অগাধ সম্পত্তির মালিক বলিউড তারকারা। বিভিন্ন সময় সঞ্চিত টাকা জমি-বাড়িতে বিনিয়োগ করে থাকেন। সম্প্রতি শাহরুখ খানের কন্যা সুহানা একটি কৃষিজমি কিনেছেন। এ ছাড়াও মাঝে মধ্যেই খবর পওয়া যায়, আলিয়া ভট্ট থেকে অক্ষয় কুমার— কেউ বাড়ি কিনে রাখেছেন, কেউ বা ভাড়া দিয়েছেন। কিন্তু ছবি মুখ থুবড়ে পড়ার পর যদি কোনো তারকা বিরাট অংকের সম্পত্তি কেনেন তাহলে ধরে নিতে হয় ক্ষতি পুষিয়ে নিতে ইনভেস্টমেন্ট করছেন। অজয় দেবগানের ক্ষেত্রও কি তাই ঘটল। এ বার মুম্বইয়ের অন্ধেরি এলাকায় একসঙ্গে পাঁচটি অফিসের জায়গা কিনলেন অজয় দেবগন। অভিনেতা হওয়ার পাশপাশি প্রযোজনা সংস্থা ও ডিস্ট্রিবিউশনের কোম্পানি রয়েছে অজয়ের। ১৩,২৯২ বর্গফুট জায়গার জন্য অজয়ের খরচ হয়েছে প্রায় ৪৬ কোটি টাকা।

অজয় মুম্বইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলে ১৬ তলায় দু’টি অফিসের জায়গা কেনেন। যার আনুমানিক মূল্য ৩০.৩৫ কোটি বলা হচ্ছে। প্রায় ৮,৪০৫ বর্গফুট এলাকার। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭ তলায় অবস্থিত আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন অজয়। সেটি প্রায় ৪,৮৯৩ বর্গফুট এলাকা জুড়ে। যা কিনতে খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা। এতগুলি অফিস হঠাৎ এ বছর অজয়ের ছবি ‘ভোলা’ মুক্তি পেয়েছিল। বেশ বড় পরিসরে সে ছবি তৈরি হলেও বক্স অফিসে সে ভাবে কামাল দেখাতে পারেনি। তবে তাতে অভিনেতার খুব বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। বরং তিনি নতুন করে বিনিযোগ করলেন এই সম্পত্তি কিনে। নিজের প্রযোজনা সংস্থার কাজে লাগাবেন না কি ভাড়া দেবেন, তা অবশ্য জানা যাচ্ছে না।