• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারি ওয়েবসাইট হ্যাক করে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা আত্মসাৎ করল প্রতারকরা 

হ্যাক করা হল সরকারি ওয়েবসাইট, উধাও হল পড়ুয়াদের ট্যাবের টাকা। অভিযোগ, রাজ্য সরকারের শিক্ষার ওয়েবসাইট হ্যাক করে ট্যাবের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার ৭ লক্ষ টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। 

হ্যাক করা হল সরকারি ওয়েবসাইট, উধাও হল পড়ুয়াদের ট্যাবের টাকা। অভিযোগ, রাজ্য সরকারের শিক্ষার ওয়েবসাইট হ্যাক করে ট্যাবের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার ৭ লক্ষ টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। 

 
সম্প্রতি রাজ্যের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার টাকা বিলি করে শিক্ষা দপ্তর। রাজ্যের  শিক্ষা সংক্রান্ত পোর্টালে নথিভুক্ত অ্যাকাউন্ট নম্বর মাফিক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গিয়েছে টাকা। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার ৪টি স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ, অন্যরা পেলেও তাঁরা কোনও টাকা পাননি। তদন্তে নেমে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানতে পারেন, ওই ৪টি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া মোট ৭০ জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পোর্টাল হ্যাক করে বদলে দেওয়া হয়েছে। যার ফলে সরকার টাকা পাঠালেও তা প্রতারকদের খপ্পরে চলে গিয়েছে। 
 
এই ঘটনার পর তদন্ত শুরু করে রাজ্য শিক্ষা দফতর। যে ৪টি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তাদের দাবি, নিয়ম ও সঠিক পদ্ধতি  মেনেই পোর্টালে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু অজানা কারণে তা বদলে যায়। আবার বদলে যাওয়ার পর  ভাবে  অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনাও আর এক রহস্য।

Advertisement

Advertisement