বেহালার পর ঠাকুরপুকুর , ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম স্কুল ছাত্র 

Written by SNS August 8, 2023 7:58 pm

কলকাতা , ৮ অগাস্ট – বেহালা  চৌরাস্তার পর এবার ঠাকুরপুকুরে বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত হল স্কুল ছাত্র । মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের সামনে এমজি রোডে। স্থানীয় সূত্রের খবর, রাস্তা পেরনোর সময় দ্রুত গতির  ট্যাক্সি ধাক্কা মারে ১০ বছরের ওই স্কুল ছাত্রকে। মাথায় গুরুতর আঘাত লাগে । ঘটনার পর হরিদেবপুর থানার এক পুলিশ কর্মী আহত বালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হরিদেবপুর থেকে জেমস লং সরণির দিকে যাওয়ার সময় হোমের আবাসিক ছাত্রকে ধাক্কা মারে। এরপর ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় চালক।

গত শুক্রবার ভোরে স্কুল যাওয়ার সময় বেহালার চৌরাস্তার মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় সাতবছরের স্কুল ছাত্র সৌরনীল সরকারের। ঘটনায় গুরুতর জখম সৌরনীলের বাবা। ওই ঘটনার পর শহরের ট্রাফিক ব্যবস্থায় নয়া বিধি চালু করে লালবাজার। সকাবিশেষ টানাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। শনিবার থেকেই ওই নির্দেশিকা লাগু হয় । তারপরও চালকদের গতিতে যে লাগাম পরানো যায়নি , এদিন ঠাকুরপুকরের ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন শহরের বাসিন্দারা। তাঁরা বলছেন, বেহালার ক্ষত এখনও দগদগে। পুলিশও তৎপর হয়েছে। তারপরও বেপরোয়া চালকদের মনোভাবে বিশেষ বদল ঘটেনি। পুলিশ অভিযুক্ত  ট্যাক্সি চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।