• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

প্রয়াত ‘মাদার ইন্ডিয়া’র অভিনেতা সাজিদ খান

বেঙ্গালুরু: ৭১ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা সাজিদ খান৷ ১৯৫৭ সালে পরিচালক মেহবুবের তৈরি কালজয়ী হিন্দি ছবি ‘মাদার ইন্ডিয়া’তে সুনীল দত্তর ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেডে়ছিলেন সাজিদ৷ বলিউডে খুব বেশি তাঁকে দেখা না গেলেও ‘মায়া’, ‘দ্য প্রিন্স অ্যান্ড আই’, ‘হিট অ্য়ান্ড ডাস্ট’ এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবি অভিনয় করেছিলেন তিনি৷ পরিচালক

বেঙ্গালুরু: ৭১ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা সাজিদ খান৷ ১৯৫৭ সালে পরিচালক মেহবুবের তৈরি কালজয়ী হিন্দি ছবি ‘মাদার ইন্ডিয়া’তে সুনীল দত্তর ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেডে়ছিলেন সাজিদ৷ বলিউডে খুব বেশি তাঁকে দেখা না গেলেও ‘মায়া’, ‘দ্য প্রিন্স অ্যান্ড আই’, ‘হিট অ্য়ান্ড ডাস্ট’ এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবি অভিনয় করেছিলেন তিনি৷
পরিচালক মেহেবুবের শেষ ছবি ‘সন অফ ইন্ডিয়া’তে ছোট্ট চরিত্রেও দেখা গিয়েছিল সাজিদকে৷ অভিনেতার পুত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২২ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সাজিদ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা৷ কেরালাতেই সন্তান, স্ত্রীকে নিয়ে সুখে থাকতেন অভিনেতা৷ সমাজকর্মী হিসেবে কাজ করতেন কেরালাতেই৷ অভিনেতার ছেলে সমীর জানিয়েছেন, আলিপ্পিতেই তাঁকে সমাধিস্থ করা হয়েছে৷