বৃষ্টি, বাড়ি ভেঙে মৃত ৩ শিশু সহ ১০ জন

Written by SNS September 16, 2022 12:12 pm

লখনউ–টানা বৃষ্টি হচ্ছে লখনউ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। গতকাল থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে। জনজীবন এর ফলে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরকারি সূত্রে খবর আজ ভোর রাতে লখনউ ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাড়ির দেওয়াল ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন শিশু এবং চারজন মহিলা । ধ্বংস স্তূপের মধ্যে কেউ চাপা আছে কিনা তা স্পষ্ট নয়। পে লোডার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে শহরে । কিছু এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

উত্তরপ্রদেশ সহ গোটা উত্তর ভারতেই এবার অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। অন্য বছর এই সময় বৃষ্টির তীব্রতা কমে আসে। এবার পরিস্থিতি ভিন্ন। নদী-নালা ভরে আছে। তারমধ্যে ভারী বৃষ্টির ফলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। লখনউ শহরের উপর দিয়েই বইছে গোমতী নদী। সেই নদীর জলস্তর স্বাভাবিকের থেকে উপর দিয়ে বইছে।