ফের ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র। এবার উত্তর প্রদেশের রাজধানী লখনউতে গরিব রথ ট্রেন লাইনচ্যুত করানোর চক্রান্ত করা হয়। যদিও ইমার্জেন্সি ব্রেক কষে বিপদ থেকে ট্রেনকে রক্ষা করেছেন সহর্ষা-আনন্দ বিহার গরিব রথের লোকো পাইলট। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। মঙ্গলবার রাত দুটো নাগাদ মালিহাবাদ রেলস্টেশনের কাছে রহিমাবাদ-দিলাভারনগর স্টেশনের মাঝামাঝি রেললাইনে কাঠের টুকরো রেখেছিল কিছু দুষ্কৃতী। কাঠের টুকরোটি ছিল আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু। আম গাছের ডালপালাও লাইনে ফেলে রাখা হয়। কাছেই একটি কমলা রঙের তোয়ালেও পড়ে ছিল। সেই সময় ওই লাইন দিয়ে যাচ্ছিল ০৫৫৭৭ সহর্ষা-আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস।
ট্র্যাকে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে ইমার্জেন্সি ব্রেক কষেন লোকো পাইলট। ট্রেনটি তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এর পর লোকো পাইলট নেমে এসে দেখেন, লাইনের উপর পড়ে রয়েছে কাঠের টুকরো, গাছের ডালপালা। রহিমাবাদের স্টেশন মাস্টার-সহ রেলের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ট্র্যাক পরিষ্কার করে দেয়। আরপিএফ ইন্সপেক্টর হুকুম সিং এবং রাজেশ রঞ্জন রহিমাবাদ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আরপিএফ এবং উত্তর প্রদেশ পুলিশের একটি যৌথ দল বিষয়টি তদন্ত করছে।