• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলন্ত বাসে আগুন, লখনউয়ে ঝলসে মৃত্যু পাঁচ যাত্রীর

লখনউয়ে চলন্ত বাসে আগুন ধরে মৃত্যু হল পাঁচ জনের। আহত বেশ কয়েক জন। বৃহস্পতিবার ভোরে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।

চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল পাঁচ জনের। আহত বেশ কয়েক জন। বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিহার থেকে দিল্লি যাওয়ার পথে যাত্রিবাহী একটি বাসে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। সেই সময় যাত্রীরা ঘুমোচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাসের চালক এবং খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে খবর, বিহারের বেগুসরাই থেকে বুধবার দিল্লির উদ্দেশে রওনা হয় বাসটি। ভোর পাঁচটা নাগাদ লখনউ-রায়বেরেলি রোডের উপর মোহনলালগঞ্জ পেরোনোর সময় আচমকা আগুন লেগে যায় ডবল ডেকার স্লিপার বাসটিতে। পথচারীরা প্রথমে আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে চালককে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই অবস্থাতেই চালক বাসটিকে এক কিলোমিটার নিয়ে যান বলে অভিযোগ।

Advertisement

বাসের দরজা না খোলায় ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। প্রাণ বাঁচাতে অনেকেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। তবে বাসটির পিছনের দিকে থাকা যাত্রীরা আটকা পড়ে যান। ঝলসে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ্যে দু’জন মহিলা, দুই শিশু এবং এক জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছয় দমকল। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা বাদে নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। ভোরে দুর্ঘটনাটি ঘটায় বেশিরভাগ যাত্রীই সেই সময় ঘুমিয়েছিলেন। লখনউ দক্ষিণের ডেপুটি পুলিশ সুপার নিপুণ আগরওয়াল বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মোহনলালগঞ্জ থানায় খবর আসে একটি স্লিপার বাসে আগুন লেগেছে। বাসটি বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিল। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েক জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। বাসটিতে সিলিন্ডারও মজুত ছিল বলে দাবি অনেকের। শর্ট সার্কিটের পর সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় আগুন এত ভয়াবহ রূপ নিয়েছিল বলে অনুমান। প্রায় এক কিলোমিটার দূর থেকেই দেখা যাচ্ছিল আগুন। গোটা ঘটনার তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বাসের ব্রেকও অচল ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে অনুমান পুলিশের। অনেকেই লক্ষ্য করেছেন, আগুন লাগার পরও চালক গাড়ি থামাননি। অনেকটা দূরে গিয়ে বাসটি থামে। ততক্ষণে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরই পলাতক বাসের চালক ও খালাসি। মৃতদের নাম – লক্ষ্মী দেবী (৫৫), সোনি (২৬), দেবরাজ (৩), সাক্ষী (২)। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement