• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর

লখনউ, ২৮ জানুয়ারি– ছেলের মৃত্যুর পর পুত্রবধূর আবার বিয়ে দিয়েছিলেন শ্বশুর। কিন্তু সেই সংসার টেকেনি। কদিন কাটতে না কাটতেই পুরনো শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল বৌমা। আর এরপরই ২৮বছরের পুত্রবধূকে নিজেই গোপনে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর। বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছে ১২ বছর আগেই।  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমারো গ্রামে। ৭০ বছর বয়সি কৈলাস

প্রতীকী ছবি (Photo: iStock)

লখনউ, ২৮ জানুয়ারি– ছেলের মৃত্যুর পর পুত্রবধূর আবার বিয়ে দিয়েছিলেন শ্বশুর। কিন্তু সেই সংসার টেকেনি। কদিন কাটতে না কাটতেই পুরনো শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল বৌমা। আর এরপরই ২৮বছরের পুত্রবধূকে নিজেই গোপনে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর। বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছে ১২ বছর আগেই। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমারো গ্রামে। ৭০ বছর বয়সি কৈলাস যাদব বরহালগঞ্জ থানায় চৌকিদার হিসেবে কাজ করেন। তাঁর স্ত্রীর মৃত্যুর পড়ি তাঁর তৃতীয় পুত্রের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর বৌমা পূজার দ্বিতীয় বিয়ে দেন কৈলাশ। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই নিজের প্রথম শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি। এরপর পাড়া-প্রতিবেশীদের কাউকে কিছু না জানিয়ে গোপনে পূজার মোটেই তাকে বিয়ে করে নেন কৈলাস। সম্প্রতি দুজনের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পুরো ঘটনা সামনে আসে।

Advertisement

বরহালগঞ্জ থানার আধিকারিক জে এম শুক্লা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনিও ছবিটি দেখেছেন। ঘটনার বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement