• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বোনের বিয়ের টাকা হাতাতে নৃশংসভাবে খুন

গোরক্ষপুরে যুবকের কাণ্ডে তীব্র চাঞ্চল্য

প্রতীকী চিত্র

বোনের বিয়ের খরচের জন্য জমিয়ে রাখা টাকা হাতাতে নিজের বোনকেই খুন করল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক যুবক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ছয় লক্ষ টাকা দখল করার লোভে বোন নীলম নিষাদকে শ্বাসরোধ করে হত্যা করে দেহ দূরবর্তী এলাকায় ফেলে আসে অভিযুক্ত রাম আশিষ নিষাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামদের একটি জমি সড়ক প্রকল্পের জন্য সরকার অধিগ্রহণ করে। ক্ষতিপূরণ হিসাবে রামের বাবা চিঙ্কু নিষাদ ছয় লক্ষ টাকা পান। সেই টাকা মেয়ের বিয়ের জন্য আলাদা করে রাখা ছিল। এই টাকা বোনের বিয়েতে খরচ হবে জানতে পেরে রাম আপত্তি জানায় এবং বাড়িতে অশান্তি শুরু করে।

Advertisement

অভিযোগ, সোমবার নীলমকে শ্বাসরোধ করে খুন করে রাম। পরে দেহের হাত-পা ভেঙে একটি বড় ব্যাগে ভরে নেয়। ব্যাগটি বাইকে বেঁধে প্রায় সত্তর কিলোমিটার দূরে কুশীনগরের একটি আখখেতে দেহটি ফেলে আসে। এদিকে সোমবার সকাল থেকে নীলমের খোঁজ না পেয়ে বাড়িতে উদ্বেগ ছড়ায়। স্থানীয়রা জানান, রাম সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন একটি বড় ব্যাগ নিয়ে। তিনি কুশীনগরের দিকে যাওয়ার সময় রাস্তায় পুলিশ তাঁকে আটকালে ব্যাগে কী আছে জিজ্ঞেস করা হয়। রাম দাবি করেন, ব্যাগে ‘গম’ রয়েছে। কোনও সন্দেহ না হওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

Advertisement

এরপর দীর্ঘ সময় নীলমের হদিশ না মেলায় স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকে। তাঁরা রামকে প্রশ্ন করতেই তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। খবর দেওয়া হয় পুলিশের কাছে। জেরার মুখে রাম শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করে। পুলিশ কুশীনগর থেকে ব্যাগ সহ নীলমের দেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত রাম নিষাদকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলমের বাবা জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের প্রস্তুতির মাঝেই এমন নৃশংস ঘটনা তাঁদের স্তব্ধ করে দিয়েছে।

Advertisement