ফরিদাবাদ, ১৬ জানুয়ারি– পুলিশের এমার্জেন্সি ভ্যানের ধাক্কা এক যাত্রীবাহী গাড়িকে। আর তাতেই মৃত্যু হল ৬ মাস বয়সি এক শিশুকন্যার। আহত হয়েছেন আরও ৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টা নাগাদ গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের উপর ঘাটা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুরুগ্রাম পুলিশের একটি এমার্জেন্সি রেসপন্স গাড়ি ফরিদাবাদ থেকে গুরুগ্রামে আসছিল। সেই সময় সেটি উল্টো দিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা মারে।
Advertisement
গাড়িটির ভিতরে ছিলেন রিঙ্কু (২৩), তাঁর ছেলে প্রিয়াঙ্ক, বোন কাজল, মা ববিতা, কাজলের ছেলে অভি এবং কাজলের ৬ মাসের মেয়ে সাভি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে ধাক্কা মারার পরেই ভ্যানটি রাস্তাতেই ফেলে রেখে সেটির চালক সহ ভিতরে থাকা পুলিশকর্মীরা সকলেই পালিয়ে যায়।
Advertisement
Advertisement



