হরিয়ানার গুরুগ্রামের মানেসর এলাকায় এক বিদেশিনির অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে দিল্লি-জয়পুর হাইওয়ের আইএমটি চৌকের কাছে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সঙ্গে সঙ্গে ফরেনসিক টিমকেও তলব করা হয়।
মানেসরের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) জানিয়েছেন, মৃত মহিলা কোন দেশের নাগরিক, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, ওই মহিলাকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে তাকে কোনও উড়ালপুল থেকে ফেলা হয়েছে না কি চলন্ত গাড়ি থেকে ফেলা হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
এক তদন্তকারী আধিকারিক জানান, মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে ঘটনাটি পরিকল্পিত। তবে পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, তা জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
Advertisement
Advertisement



