লখনৌ, ১০ সেপ্টেম্বর — গণেশ বিসর্জনে গিয়ে উত্তরপ্রদেশের উন্নাওতে তলিয়ে গেল তিন শিশু । হরিয়ানাতে ডুবে মৃত্যু হয়েছে ৭ জনের।
হরিয়ানার মহেন্দ্রগড়ে চার জন ও সোনিপতে তিন জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। পুলিশ জানিয়েছে, সোনিপতের মিমারপুর ঘাটে বিসর্জনের সময় তিনজন জলে ডুবে যান। তাঁদের বাঁচাতে গিয়ে ভেসে যাচ্ছিলেন আরও আট জন। স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন তাঁদের। এক বৃদ্ধ, তাঁর ছেলে ও পরিবারের একজনকে বাঁচানো যায়নি।
Advertisement
অন্যদিকে মহেন্দ্রগড়ের ঝাগাডলি গ্রামের কাছে একটি খালে গণেশ বিসর্জনে গিয়ে তলিয়ে যান তিনজন। তাঁদের দেহ এখনও উদ্ধার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
Advertisement
ঘটনায় শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, খুবই দুঃখজনক ঘটনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দেহ উদ্ধারের চেষ্টা করছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার থেকে সবরকম সাহায্য করা হবে।
Advertisement



