পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী রাজিয়া সুলতানার পুত্র আকিলের মৃত্যু তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। পুত্র খুনের অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী রাজিয়া এবং রাজ্য পুলিশের প্রাক্তন আইপিএস অফিসার মোহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে। এবার সদ্য মৃত আকিলের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত বাবা মোহাম্মদ মুস্তাফা। তিনি জানান, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির সকলের উপর অত্যাচার করত আকিল। ছেলেকে মানসিকভাবে অসুস্থও বলেন তিনি।
অভিযুক্ত প্রাক্তন আইপিএস অফিসার ছেলের নানা কুকর্মের কথা তুলে ধরে সাফাই দেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি, ছেলে প্রচন্ড মাদকাসক্ত ছিলেন। গত ১৮ বছর ধরে মাদক সেবন করতেন আকিল। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে অত্যাচার করতেন বলেও অভিযোগ করেন আকিলের বাবা। এমনকি ভিডিওটিও নাকি সে মাদক সেবন করেই করেছিল। বাড়িতে একবার আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল আকিল এমন অভিযোগও তোলেন মুস্তাফা। তিনি আরও বলেন , নেশার টাকা জোগাড় করতে স্ত্রী এবং মায়ের উপর অত্যাচার করতো আকিল। দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই আকিল মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করেন প্রাক্তন ডিজি। একাধিকবার পুলিশে অভিযোগ করেও মামলা তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।
Advertisement
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্ত্রীপুত্র আকিলের অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয় তাঁর পঞ্চকুল্লার বাড়ি থেকে। তাঁকে পরিবারের লোকেরাই হাসপাতালে নিয়ে যান, তাঁদের দাবি ছিল, মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে মৃত্যু হয়েছে আকিলের। নানারকম শারীরিক সমস্যাও ছিল আকিলের। এসব বলেই আকিলের মৃত্যুকে খুব স্বাভাবিক বলেই চালিয়ে দিচ্ছিল পরিবার।
Advertisement
কিন্তু মোড় ঘুরে যায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই। সেই ভিডিওর সত্যতা যাচাই করে তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। মামলা রুজু করা হয় আকিলের মা- বাবার বিরুদ্ধে। যেখানে আকিল তাঁর বাবা এবং পুরো পরিবারের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। সেই ভিডিওতে আকিল দাবি করেন, স্ত্রীয়ের সঙ্গে বাবার সম্পর্ক রয়েছে জানার পর থেকেই বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। মিথ্যে মামলায় পরিবার ফাঁসাতে পারে এই ভয়ও পেতে শুরু করেছিল আকিল। তাঁর মা , বোনও এই সম্পর্কটিকে সমর্থন করতেন বলে অভিযোগ করেন আকিল। ভিডিয়ো উদ্ধারের পর ভিত্তিতে বাবা-মা এবং স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর ধারায় মামলা রুজু করেছে হরিয়ানা পুলিশ।
Advertisement



