ভিড়ে ঠাসা মন্দিরে দমবন্ধ হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর 

Written by SNS August 20, 2022 12:23 pm

মথুরা, ২০ অগাস্ট– জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। শুক্রবার রাতেও তার অন্যথা হয়নি।  বাঁকে বিহারি মন্দিরে আরতি চলাকালীন ব্যাপক ভিড় হয়। মন্দিরের ভিতরে ঠেলাঠেলি হওয়ার কারণেই দমবন্ধ হয়ে মারা যান দুই পুণ্যার্থী। ভিড়ের চাপে পিষ্ট হয়ে জখম হয়েছেন অনেকে।

পুলিশ অফিসার অভিষেক যাদব জানান, দুর্ঘটনায় আরও বহু পুণ্য়ার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।  ভিড়ের চাপে পিষ্ট হয়ে জখম হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক ও পুলিশের সুপারিন্টেন্ডেন্ট।

পুণ্যার্থীরা জানিয়েছেন, মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, ঠাসাঠাসি হচ্ছিল। এই কারণেই একজন গেটের সামনে অজ্ঞান হয়ে যান। ভিড় সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় গেট । মন্দিরের ভিতরেও সেই সময় প্রচুর বহু মানুষের গাদাগাদি ভিড় ছিল। ওই ভিড়েই দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম নির্মলা দেবী ও রাজকুমার। জানা গেছে, নির্মলা দেবী নয়ডার বাসিন্দা। রাজকুমারের বাড়ি জব্বলপুরে।

দুর্ঘটনাটি ঘটতেই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা মন্দির ফাঁকা করতে শুরু করে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।