কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাইজুসের!

Written by SNS June 21, 2023 10:46 am

কলকাতা:- শিক্ষামূলক এই প্রযুক্তি সংস্থাটি বিভিন্ন বিভাগ থেকে মোট ১ হাজার জন কর্মীকে ছাঁটাই করতে পারেন বলে পিটিআই সূত্রে খবর পাওয়া গেছে। এর কারণ হিসাবে জানানো হয়েছে, সংস্থার পক্ষ থেকে সঠিক মাত্রায় আর্থিক বিকাশ না হওয়ার কারনেই এই সিদ্ধান্ত বাইজুসের। কঠিন আর্থিক অবস্থার মুখে পড়ে সংস্থাটি কর্মী ছাঁটাইয়ের মতো সহজ পন্থাকেই বেছে নিয়েছে। চরম অনিশ্চয়তার মুখে এই বেসরকারি সংস্থার কর্মীরা। কর্মী সংকোচনের প্রভাব বিপণন, বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন, পণ্য ও প্রযুক্তি বিভাগে পড়বে তা বলাই বাহূল্য। আগেও কর্মী সংখ্যা কমানোর কথা জানিয়ে ছিল সংস্থাটি। সূত্রের খবর, গত বছরের অক্টোবরে বাইজুস জানিয়েছিল, খরচ কমাতে ২৫০০ কর্মী ছাঁটাই করতে পারে কোম্পানি। ফেব্রুয়ারিতে আরও জানানো হয়েছিল যে ১০০০ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। কোভিডের সময় এডুটেক কোম্পানিগুলির বিপুল চাহিদা দেখা গিয়েছিল। সেই সময় এই ধরনের সংস্থাগুলিতে নিয়োগ ব্যাপক পরিমাণে হয়েছে। কিন্তু করোনা অতিমারি মিটে যেতেই আবার স্বাভাবিক হয়েছে শিক্ষা ব্যবস্থা। আবারও স্কুল-কলেজে অফ লাইনে ক্লাস শুরু হয়েছে। এবং অন লাইন ক্লাসের প্রবণতা অনেকটাই কমে গেছে। গুগল, অ্যামাজন, মেটা-সহ বিভিন্ন সংস্থায় কর্মী সংখ্যা কমানো হয়েছে। একটা সময় ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসর ছিল বাইজুস। কিন্তু কোম্পানির আর্থিক শক্তি হ্রাস পাওয়ায় তারা স্পনসরশিপ প্রত্যাহার করে নিতে বাধ্য হন।