• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খড়দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দহে রহড়া কেরুলিয়া এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক যুবকের।

রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া তীব্র ঝড়বৃষ্টির জেরে ঘটল বড়সড় বিপত্তি। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দহে রহড়া কেরুলিয়া এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক যুবকের। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ওই যুবক। তখনও এলাকায় বৃষ্টি চলছিল। অভিযোগ, কেরুলিয়া রোডের পাশে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে চলে গেলে ওই যুবক সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেন।

Advertisement

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে যান, তবে তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যুৎ দপ্তরের সময়মতো ব্যবস্থা না নেওয়াই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। বারবার জানানো সত্ত্বেও ঝড়বৃষ্টির সময় এলাকায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কোনও তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আশপাশের থানায় খোঁজ নিয়ে দ্রুত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘প্রতিবার ঝড়বৃষ্টির পরই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। অথচ কোনও সুরক্ষামূলক ব্যবস্থা নেই। এই মৃত্যুর দায় কে নেবে?’

বিদ্যুৎ দপ্তরের তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement