• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

শিলদা এলাকায় অষ্টম প্রহর দেখতে গিয়েছিল দুই যুবক। গভীর রাতে বাড়ি ফেরার পথে দিলগপাহাড়ীর জঙ্গলে কোনো লরি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার ধড়সা নারায়নপুর পিচ রাস্তার মাঝে দিগলপাহাড়ীর জঙ্গল এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের নাম তাপস দাস (২৮) বাড়ি বিনপুর থানার এড়গোদা গ্রামে এবং সৌরভ নাথ (২৪) বাড়ি জামবনী থানার বিজরাবাঁধি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিলদা এলাকায় অষ্টম প্রহর দেখতে গিয়েছিল দুই যুবক। পরে সেখান থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে দিলগপাহাড়ীর জঙ্গলে কোনো লরি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে জামবনী থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে প্রথমে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিন রবিবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এদিকে পুলিশ লরিটির সন্ধানে তদন্ত শুরু করেছেন।

Advertisement

Advertisement

Advertisement