• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মারামারি কোনা এক্সপ্রেসওয়েতে

এরপর গাড়ি ওভারটেক করাতে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই ব্যবসায়ীর গাড়িতে দুজন সশস্ত্র নিরাপত্তা কর্মী ছিলেন।

হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো। অভিযোগ একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ধর্মতলায় জমায়েতে যোগ দেওয়ার জন্য একদল আন্দোলনকারী গাড়ি করে আসছিলেন। কোনা এক্সপ্রেসওয়ে ধরে ওই একই পথে আসছিল দীপক গড়াই নামে আসানসোলের এক ব্যবসায়ীর গাড়ি।

এরপর গাড়ি ওভারটেক করাতে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই ব্যবসায়ীর গাড়িতে দুজন সশস্ত্র নিরাপত্তা কর্মী ছিলেন। অভিযোগ ওই দুই নিরাপত্তা কর্মী বন্দুক উঁচিয়ে ভয় দেখান। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আরও অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীরা গাড়ি ভাঙচুর করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশের পদস্থ কর্তারাও সেখানে উপস্থিত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নিরাপত্তাকর্মীর লাইসেন্স পরীক্ষা করা হয়েছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই দুই নিরাপত্তা কর্মীর বন্ধুকের লাইসেন্স রয়েছে।

Advertisement

Advertisement

Advertisement