জমি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে নতুন করে গণ্ডগোলের সৃষ্টি হয় কান্দির গোকর্ণ মাঝারধার পাড়া এলাকায়। কোর্টের নির্দেশে ধানের জমি নিতে গেলে এক পক্ষকে বাধা দেয় অপরপক্ষ। এর পরেই দুই পক্ষের মধ্যে বিবাদ তীব্র আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ।
বিবাদের মধ্যেই আক্রান্ত হন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। ধস্তাধস্তির মুহূর্তে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতটি গভীর হলেও তিনি বিপন্মুক্ত।
Advertisement
ঘটনার সময় কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ দুই পক্ষের মোট ৯ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী, যাতে কোনওভাবে পরিস্থিতি আবারও অস্থির না হয়।
Advertisement
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের মূলে পুরনো বিরোধই পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। আইনের ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
Advertisement



