• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ধমান স্টেশনে পদপিষ্টে আহত যাত্রীর মৃত্যু

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, 'ওই দুর্ঘটনায় আহত একজন যাত্রী হাসপাতালে মারা গিয়েছেন।'

প্রতীকী চিত্র

বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় আট দিন পর সোমবার মৃত্যু হলো আহত এক যাত্রীর। মৃতার নাম অপর্ণা মণ্ডল (৬৭)। তাঁর বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ার হরিসভার ২ নম্বর বাকলায়। দুর্ঘটনার পর থেকেই তিনি ভর্তি ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।

গত ১২ অক্টোবর, দুর্ঘটনার দিন বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে হুড়োহুড়ির সময় পদপিষ্টের ঘটনা ঘটেছিল। ওই সময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয়ে রামপুরহাট লোকাল এবং সাতে আসানসোল লোকাল। ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার পর আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে সাতজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অপর্ণা মণ্ডলের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। মৃতার ভাইপো বাপন মণ্ডল জানান, অপর্ণা মণ্ডল ওইদিন বর্ধমান শহরের নীলপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে উত্তরপাড়া ফেরার জন্য স্টেশনে এসেছিলেন। ফুট ওভারব্রিজে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হন তিনি।

Advertisement

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ‘ওই দুর্ঘটনায় আহত একজন যাত্রী হাসপাতালে মারা গিয়েছেন।’

দুর্ঘটনার পর বর্ধমান স্টেশনে যাত্রী সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তা নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও, প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

Advertisement